নাহিদ বিন রফিক, কৃতসা, বরিশাল
কৃষিকে আরো লাভজনক করা চাই। এ জন্য দরকার বিপণন ব্যবস্থাকে উন্নতকরণ। এর মাধ্যমে কৃষকপরিবারের মৌলিক চাহিদা পূরণ হবে পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তাও হবে নিশ্চিত। ২২ অক্টোবর পটুয়াখালীর কুয়াকাটার একটি হোটেলে এসএসিপি প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো. মেসবাহুল ইসলাম এসব বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. আসাদুল্লহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই’র সরেজমিন উইংয়ের পরিচালক এ কে এ মনিরুল আলম, প্রকল্পের কনসালটেন্ট মো. হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক (ক্ষুদ্র সেচ) মো. জিয়াউল হক, কলাপাড়ার কৃষক মার্টিন বৈরাগী প্রমুখ।
এর আগে প্রধান অতিথি বাকেরগঞ্জ, পটুয়াখালী সদর এবং আমতলীর বিভিন্ন মাঠফসল পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. সুরজিত সাহা রায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন, ডিএই পটুয়াখালীর উপপরিচালক একেএম মহিউদ্দিন, বরগুনার উপ পরিচালক আব্দুর রশীদ, বরিশালের উপপরিচালক মো. জসীম উদ্দীন, ভাসমান প্রকল্পের (বারি অংগ) প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রকল্পের আওতাধীন কৃষকসহ দেড় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।